পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সুশান্তকে ভেবেই শেষ পোস্ট লিখেছিলেন সরোজ - Saroj Khan on sushant Singh Rajput

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাঁকে নিয়ে একটি পোস্ট করেছিলেন সরোজ খান । কেউই বোধহয় জানতেন না যে, সেটাই তাঁর শেষ পোস্ট হতে চলেছে ।

Saroj Khan on sushant Singh Rajput
Saroj Khan on sushant Singh Rajput

By

Published : Jul 3, 2020, 2:20 PM IST

মুম্বই : সরোজ খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের শেষ পোস্টটা দেখেছেন ? সেখানেও ছিল সুশান্ত সিং রাজপুতের ছোঁয়া ।

14 জুন আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত । আর সেদিনই শেষ পোস্ট করেন সরোজ খান । অবধারিত ভাবে সুশান্তের এই আকস্মিক মৃত্যুই ছিল তাঁর শেষ পোস্টের বিষয়বস্তু ।

কী লিখেছিলেন সরোজ ? "আমি তোমার সঙ্গে কোনওদিন কাজ করিনি, তবে আমাদের অনেকবার দেখা হয়েছে । কী ভুল হল তোমার জীবনে যে এরকম একটা চূড়ান্ত সিদ্ধান্ত তুমি ? আমি শকড !", সুশান্তের একটি সাদা-কালো ছবি শেয়ার করে এই পোস্টই করেছিলেন সরোজ ।

এর ঠিক তিনদিন পর বান্দ্রার গুরু নানক হাসপাতালে ভরতি হন সরোজ খান । সেখান থেকে আর বাড়ি ফেরা হল না তাঁর । চিকিৎসায় সাড়া দিলেও শেষরক্ষা হল না । হার্ট অ্যাটাক হয়ে 3 জুলাই গভীর রাতে মারা গেলেন সরোজ ।

দেখে নিন সুশান্তকে নিয়ে মাস্টারজীর আবেগতাড়িত পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details