মুম্বই : লকডাউনের জেরে এতদিন বন্ধ ছিল শুটিং । এছাড়া বন্ধ রাখা হয়েছিল পোস্ট প্রোডাকশনের কাজও । তবে এবার পুরো দমে শুরু হতে চলেছে সব কাজ । আর তাই আগামীকাল থেকেই শুরু করা হবে 'সর্দার উধম সিং'-এর পোস্ট প্রোডাকশনের কাজ । আজ একথা নিশ্চিত করেন ভিকি কৌশল ও সুজিত সরকার দু'জনেই ।
ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ভিকি । শুটিংয়ের সময় সুজিতের সঙ্গে তোলা পুরোনো একটি ছবি আজ সকালে ইনস্টাগ্রামে পোস্ট করেন ভিকি । তার ক্যাপশনে লেখেন, "যখন প্রকৃতি ইঙ্গিত দিয়েছিল, আমরা শুনেছিলাম ...এখন, আবারও একটা আহ্বান এসেছে, একটি উত্তেজনা, ফের চালু করার খিদে, এই অনুভূতির সঙ্গে...আমরা আবার শুরু করব, আবার...সর্দার উধম সিংহ । পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হতে চলেছে আগামীকাল অর্থাৎ 8 জুন থেকে ।"
ওই একই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন সুজিতও ।