মুম্বই : আনন্দ এল রাইয়ের 'অতরঙ্গী রে' ছবিতে অভিনয় করতে চলেছেন অক্ষয় কুমার, ধনুশ ও সারা আলি খান । সোশাল মিডিয়ার মাধ্যমে এই খবর সামনে আনলেন অভিনেত্রী ।
নিজের ভাগ্যকে নিজেই বিশ্বাস করতে পারছেন না সারা । এই দুই তাবড় অভিনেতার পাশে নিজেকে দেখে অবিশ্বাস্য লাগছে তাঁর । অক্ষয় আর ধনুশের সঙ্গে নিজের দুটি ছবি শেয়ার করে সারা লিখেছেন, "আমি আমার ভাগ্যকে বিশ্বাস করতে পারছি না । আমার পরবর্তী ছবি অতরঙ্গী রে । আনন্দ এল রাই স্য়ারের সঙ্গে কাজ করতে পেরে ভাগ্যবান আমি ।"