পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"আমার অনুপ্রেরণা", অমৃতাকে জন্মদিনের শুভেচ্ছা সারার - সারা আলি খানের খবর

অমৃতা সিংয়ের জন্মদিনটা স্পেশাল হয়ে উঠল সারা আলি খানের একটা ছোট্টো মেসেজে । মাকে নিজের 'পৃথিবী' নিজের 'অনুপ্রেরণা' বললেন অভিনেত্রী । মেয়ের এমন কথায় কোন মা ইমোশনাল হবেন না !

Sara Ali Khan tells amrita singh her inspiration
Sara Ali Khan tells amrita singh her inspiration

By

Published : Feb 9, 2021, 2:09 PM IST

মুম্বই : সারা আলি খানের জীবনে অমৃতা সিংয়ের অবদান সবাই জানেন । প্রতিমুহূর্তে মায়ের প্রতি নিজের অনুভূতি, কৃতজ্ঞতা প্রকাশ করেন সারা । তারকা হয়ে যাওয়ার পরেও মাকে ছাড়া বেড়াতে যান না, সময় পেলেই মায়ের সঙ্গে ডিনার ডেটে চলে যান তিনি ।

আজ মায়ের জন্মদিনে ফের একবার স্বীকারোক্তি সারার । মা-ই তাঁর পৃথিবী..লিখলেন অভিনেত্রী ।

মালদ্বীপে তোলা কয়েকটি না দেখা ছবি শেয়ার করে সারা লিখেছেন, "আমার পৃথিবীকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি । আমার আয়না, আমার শক্তি ও অনুপ্রেরণা হওয়ার জন্য তোমায় ধন্যবাদ ।"

জন্মদিনের শুভেচ্ছা জানানোর সঙ্গে মালদ্বীপে কাটানো সময়টাকেও ফিরে দেখলেন সারা । ভাই ইব্রাহিমের ছবিও দেখা গেল তাঁর পোস্টে । তিনজনের বন্ডিং স্পষ্ট ছবিগুলোতে । দেখে নিন...

ABOUT THE AUTHOR

...view details