দিল্লি : আপকামিং ছবি 'অতরঙ্গী রে'-র শুটিংয়ের জন্য এই মুহূর্তে আগ্রায় রয়েছেন সারা আলি খান । আর সেখানে একজন ট্র্যাভেল ভ্লগারের চরিত্রে দেখা গেল তাঁকে । ভার্চুয়াল মাধ্যমে তাজমহলের সামনে দাঁড়িয়ে দর্শকদের জন্য শাহজাহান ও মুমতাজ়ের প্রেম কাহিনি বর্ণনা করলেন তিনি । আর সেই সময় তাঁর মুখে কবিতা শুনে বিরক্ত হয়ে যান অক্ষয় কুমার ।
'অতরঙ্গী রে' ছবিতে সারার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে অক্ষয়কে । এদিকে শুটিংয়ের জন্য তাজমহলের সামনে পৌঁছেই ভিডিয়ো করা শুরু করে দেন সারা । প্রথমেই দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন শাহজাহানের । আসলে এই ছবিতে মুঘল সম্রাট শাহজাহানের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অক্ষয়কে । আর তাই বড় পরদার শাহজাহানের সঙ্গেই সবার পরিচয় করিয়ে দেন সারা । তাও আবার কবিতার মাধ্যমে ।
কিন্তু, তাঁর সেই কবিতা শুনেই বিরক্ত হয়ে যান অক্ষয় । মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়েন তিনি । তবে সারার চেষ্টার প্রশংসা করতে দেখা গিয়েছে তাঁকে ।