মুম্বই : 'অতরঙ্গী রে' ছবিতে দ্বৈত ভূমিকায় দেখা যাবে সারা আলি খানকে । অক্ষয় কুমার ও ধনুশের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । শোনা যাচ্ছে, দু'জনের সঙ্গেই সমানতালে রোম্যান্স করতে দেখা যাবে তাঁকে । দুটি যুগকে তুলে ধরা হবে ছবিতে । যদিও এ বিষয়ে নির্মাতাদের তরফে এখনও কিছু বলা হয়নি ।
সূত্রের খবর, একেবারেই আলাদা হবে সারার দুটি লুক । অন্যধরনের চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকেও । শোনা যাচ্ছিল, ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে অক্ষয়কে । যদিও সেই জল্পনায় জল ঢেলে দিয়েছেন পরিচালক আনন্দ এল রাই । ছবির জন্য অক্ষয়ের চরিত্র যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি । বিহার ও মাদুরাইয়ের বিভিন্ন জায়গায় হবে ছবির শুটিং । ছবির প্রাথমিক শুটিং শুরু হবে মার্চে । এপ্রিলের মাঝামাঝি সময় থেকে শুটিং শুরু করবেন অক্ষয় । বিহারের পর মাদুরাইতে হবে শুটিং ।