মুম্বই : সারা আলি খানের পুরোনো ছবি দেখলে তাঁকে চেনা দায় । ওজন কমিয়ে একেবারে স্লিম আর ট্রিম হয়ে গেছেন সারা । কিন্তু, সে তো বাহ্য়িক পরিবর্তন । ভিতরে এখনও তিনি সেই মেয়েটিই রয়েছেন, এখনও ক্যামেরার সামনে দাঁড়ালে বেরিয়ে আসে একই অভিব্যক্তি । একটি থ্রোব্যাক ছবির সঙ্গে এখনকার ছবির তুলনা করলেন সারা ।
পুরোনো সেই ছবিতে অনেকটাই মোটা সারা । এখনকার ছবির সঙ্গে তুলনা করলে পার্থক্য দেখা যাবে অবশ্যই । তবে দুই ছবির ক্ষেত্রেই অভিব্যক্তি এক, সাজগোজের ধরন এক, পোজ় এক । সারা লিখলেন, "কিছু জিনিস কখনও বদলায় না" ।