মুম্বই : লকডাউনে কোনও ইভেন্ট নেই, নেই কোনও পার্টি । তাই নিজেদের ঝুলি থেকে পুরোনো ছবি বের করছেন তারকারা । সম্প্রতি সারা আলি খানও তাঁর শৈশবের একটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে । হ্য়াঁ, উপরের ওই মেয়েটি সারা ।
সারা নিজের ছোটোবেলার এই ছবি শেয়ার করেছেন । সেজেগুজে একেবারে বলিউডি হিরোইনদের মতো পোজ় দিয়েছেন তিনি । যেন তখন থেকেই অভ্য়েস করছিলেন ভবিষ্যতের প্রোফেশনে ঢোকার চলন-বলন ।