পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

চিনতে পারছেন এই বলিউড অভিনেত্রীকে ? - সারা আলি খানের খবর

কয়েক বছর হল তিনি বলিউডে পা দিয়েছেন । আর এসেই বেশ ভালোরকম জনপ্রিয়তা অর্জন করেছেন । কে বলুন তো ইনি ?

sara ali khan throwback picture
sara ali khan throwback picture

By

Published : Apr 27, 2020, 8:53 PM IST

মুম্বই : লকডাউনে কোনও ইভেন্ট নেই, নেই কোনও পার্টি । তাই নিজেদের ঝুলি থেকে পুরোনো ছবি বের করছেন তারকারা । সম্প্রতি সারা আলি খানও তাঁর শৈশবের একটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে । হ্য়াঁ, উপরের ওই মেয়েটি সারা ।

সারা নিজের ছোটোবেলার এই ছবি শেয়ার করেছেন । সেজেগুজে একেবারে বলিউডি হিরোইনদের মতো পোজ় দিয়েছেন তিনি । যেন তখন থেকেই অভ্য়েস করছিলেন ভবিষ্যতের প্রোফেশনে ঢোকার চলন-বলন ।

ক্যাপশনটা আরও মজার । সারা লিখেছেন, "মেরে স্বপ্নোঁ কি রানি...সবসময় আমিই ছিলাম ।" ছোট্ট সারার সেই কিউট ছবি ভাইরাল সোশাল মিডিয়ায় ।

অভিনেত্রী অন্যন্যা পাণ্ডে লিখেছেন, "ক্যাপশনটা খুব ভালো লাগল !!" আপনারাও দেখে নিন সারার পোস্ট..

ABOUT THE AUTHOR

...view details