পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বিভিন্ন মুডে সারা - sara ali khan

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে চারটি ছবির একটি কোলাজ পোস্ট করেন সারা আলি খান । আর সেখানে বিভিন্ন মুখভঙ্গি করতে দেখা গিয়েছে তাঁকে ।

dfg
dfg

By

Published : May 8, 2020, 8:45 PM IST

মুম্বই : কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি লকডাউন । তার মধ্যে এখন গৃহবন্দী সবাই । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । সোশাল মিডিয়ায় এখন প্রায় সবাই সক্রিয় । প্রায় প্রতিদিনই কিছু না কিছু পোস্ট করছেন তাঁরা । বাদ যাননি সারা আলি খানও ।

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে চারটি ছবির একটি কোলাজ পোস্ট করেন তিনি । আর সেখানে বিভিন্ন মুখভঙ্গি করতে দেখা গিয়েছে তাঁকে । প্রথম ছবিতে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন । দ্বিতীয় ছবিতে পাউট ফেস । বকুনি খাওয়ার পর সবার মুখ যেমন হয়, তৃতীয় ছবিতে সারার মুখও তেমন । আর চতুর্থ ছবিতে তাঁর হাসিমুখ দেখা গিয়েছে ।

সারার পোস্ট করা ছবি

কিছুদিন আগে আরও একটি পোস্ট করেছিলেন সারা । 'কেদারনাথ', 'সিম্বা', 'লভ আজ কাল', 'কুলি নম্বর ওয়ান', 'আতরঙ্গী রে' মতো সিনেমার শুটিং ফ্লোরে তোলা বেশ কিছু ছবির একটা কোলাজ বানিয়ে পোস্ট করেন ।

ক্যাপশনে সারা লেখেন, "ওয়ার্কিং ওয়েডনেসডে-তে ওয়ার্কিং উয়োম্যান হওয়াটাকে মিস করছি আমি । তবে এই মুহূর্তে আমি একজন রাঁধুনী, ক্লিনার, টেলিভিশনের দর্শক, পাঠক, বিরক্তিকর বোন, অসহায় মেয়ে, দায়িত্বপূর্ণ নাগরিক, আশাবাদী মানুষ ।"

কাজের দিক থেকে ইমতিয়াজ় আলির 'লাভ আজ কাল' ছবিতে দেখা গিয়েছিল সারাকে । সেখানে কার্তিক আরিয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি । মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর 'কুলি নম্বর 1' ছবিটি । সেখানে বরুণ ধাওয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details