মুম্বই : আজ বলিউড অভিনেত্রী সারা আলি খানের জন্মদিন । 24 দিনে পা দিলেন সেইফ কন্যা । জন্মদিনে ভক্তদের উপহার হিসেবে সোশাল মিডিয়ায় প্রকাশ করলেন তাঁর পরবর্তী ছবি 'কুলি নম্বর ১'-র পোস্টার । সঙ্গে সামনে এল ছবিতে বরুণ ও সারার ফার্স্ট লুকও ।
ছবি শেয়ার করে সারা লেখেন, "আমাকে শুভ জন্মদিন । হ্যাঁ, আজ আমার জন্মদিন । হ্যাঁ, আমি নিজের পোস্টার নিয়ে এসেছি । জন্মদিনের দিন নিজের কথা রেখেছি । সবার এটা পছন্দ হয়েছে । সারার শায়েরি সবসময় খুব ভালো ।"