পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কো-স্টারের সঙ্গে ওয়ার্কআউট সারার ! - সারা আলি খানের খবর

কো-স্টার ধনুশের সঙ্গে ওয়ার্কআউট করলেন সারা আলি খান । রীতিমতো ঘাম ঝরাতে দেখা গেল অভিনেত্রীকে । সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো ।

Sara Ali Khan workout with Dhanush
Sara Ali Khan workout with Dhanush

By

Published : Nov 27, 2020, 10:04 PM IST

মুম্বই : ফিটনেস ফ্রিক সারা আলি খান । ইন্ডাস্ট্রিতে আসার জন্য অনেক ঘাম ঝরিয়েছেন তিনি । হ্যাঁ, আক্ষরিক অর্থেই ঘাম ঝরিয়েছেন সারা, মেদ কমিয়েছেন চোখে পড়ার মতো । সম্প্রতি তাঁকে দেখা গেল দক্ষিণী তারকা ধনুশের সঙ্গে ওয়ার্কআউট করতে ।

আর.বাল্কির 'অতরঙ্গী রে' মিউজ়িকাল ছবিতে অক্ষয় কুমার আর ধনুশের সঙ্গে স্ক্রিনশেয়ার করবেন সারা । ছবির কাস্টিং খুবই নতুন । ধনুশের মতো সুঅভিনেতা, অক্ষয়ের মতো সুপারস্টার আর সারার মতো উঠতি অভিনেত্রী...কাস্টিংয়েই বেশ নতুনত্ব দেখিয়েছেন বাল্কি মশাই ।

ইতিমধ্যেই এই ছবির বেনারসের শিডিউল শেষ হয়ে গেছে । এখন চলছে ফাইনাল শিডিউলের কাজ । খুব তাড়াতাড়ি দর্শককে চমকাতে আসছে 'অতরঙ্গী রে' । এবং এই মিউজ়িকাল ছবিতে মিউজ়িকের গুরুদায়িত্ব এ.আর.রহমানের উপর । সেটা নিয়েও উত্তেজনার পারদ উর্ধ্বমুখী ।

দেখে নিন সারার ওয়ার্কআউটের ভিডিয়ো..

সৌজন্যে সারার ইনস্টাস্টোরি..

ক্রিসমাসে মুক্তি পাচ্ছে সারা আলি খান ও বরুণ ধাওয়ানের 'কুলি নম্বর ওয়ান' । তবে বড় পরদায় নয়, নিউ নর্মাল জীবনের সঙ্গে তাল মিলিয়ে OTT প্ল্যাটফর্মেই মুক্তি পাবে এই আদ্যোপান্ত কমার্শিয়াল মশলাদার ছবি । পরিচালনায় ডেভিড ধাওয়ান ।

ABOUT THE AUTHOR

...view details