মুম্বই : সোশাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ সারা আলি খান । এখনকার ছবির সঙ্গে সঙ্গে তিনি অনেক থ্রোব্যাক ছবিও শেয়ার করেন, স্মৃতির গলিতে উঁকি মারেন । বাবা সইফ আলি খানের সঙ্গে তেমনই একটি ছবি পোস্ট করলেন সারা ।
যুবক সইফের কোলে মাথা দিয়ে আধশোয়া মিষ্টি সারা । বাবা-মেয়ের এই থ্রোব্যাক ছবি সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে ।
ক্যাপশনটাও ভারি সুন্দর লিখেছেন সারা । লিখেছেন, "এই একজন মানুষ, যাঁকে আমি শান্তির প্রতিশব্দ হিসেবেই জেনে এসেছি, ভালোবাসার প্রকৃষ্ট উদাহরণ হিসেবে জেনে এসেছি, এবং তিনিই যেন মনুষ্যরূপী মিকি মাউস ।"
"আব্বা তোমায় ভালোবাসি", মনের ভাব ব্যক্ত করেছেন সারা । দেখে নিন তাঁর পোস্ট..
সইফ আলি খান এবং তাঁর প্রথম পক্ষের স্ত্রী অমৃতা সিংয়ের প্রথম সন্তান সারা । তাঁর একটি ভাইও আছে, ইব্রাহিম আলি খান । অমৃতার সঙ্গে ডিভোর্স হওয়ার পর করিনা কাপুরকে বিয়ে করেন সইফ । তাঁদের ছেলে তইমুর আলি খান এখন বলিউডের অন্যতম বড় সেনসেশন ।