সম্প্রতি কার্তিক একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যাচ্ছে যে কার্তিকের কাঁধে মাথা দিয়ে আছেন সারা। সারাও সেই একই ছবি শেয়ার করেছেন। আসলে ছবিটি ইমতিয়াজ়ের ছবির ফার্স্ট লুক। কার্তিক ছবিটি শেয়ার করে লেখেন, "আমার প্রিয় ইমতিয়াজ় আলির সঙ্গে জুড়তে পেরে সম্মানিত।" পাশাপাশি তিনি জানান যে তাঁদের ছবিটি ১৪ ফেব্রুয়ারি ২০২০ সালে মুক্তি পাবে।
'লভ আজ কাল'-এর পর ইমতিয়াজ় তেমনই একটি ছবি বানাচ্ছেন। ছবির নাম ঠিক না হলেও অনেকেই বলছেন যে ছবিটির নাম 'লভ আজ কাল ২'। 'লভ আজ কাল'-এ দীপিকার বিপরীতে ছিলেন সইফ আলি খান।
অন্যদিকে ছবির শুটিংয়ের একাধিক ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়েছে। অনেকেই বলছেন, সারা ও কার্তিক ডেট করছেন। জল্পনাটা শুরু হয়েছিল কফি উইথ করণ শোয়ের পর থেকে। শোতে এসে সারা জানিয়েছিলেন যে তাঁর ক্রাশ কার্তিক। শুধু তাই নয়, এই নিয়ে বারবার পাপারৎজিদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে সারা ও কার্তিককে।