পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নতুন শায়রি নিয়ে সারা - সারা আলি খানের খবর

অনেকদিন পর ফের একবার নতুন শায়রি নিয়ে এলেন সারা আলি খান । NCB কাণ্ডের পর থেকে সোশাল মিডিয়ায় ডুমুরের ফুল হয়ে গেছেন সারা ।

Sara Ali Khan new shayari
Sara Ali Khan new shayari

By

Published : Nov 8, 2020, 11:31 AM IST

মুম্বই : বলিউডের মাদকচক্রে সারা আলি খানের নাম জড়ানোর পর থেকে সোশাল মিডিয়ায় বেশ কম আনাগোনা অভিনেত্রীর । তাই বেশ অনেকদিন সারার অদ্ভুত শায়রি শুনতে পাননি কেউ ।

মজার ছলে ছোটো ছোটো কবিতা লেখেন তিনি, যেটা এই সময়ের উপযুক্ত । তবে বেশ অনেকদিন সেই লেখা থেকে বিরত ছিলেন সারা । ফের ফিরলেন এক দারুণ মজাদার শায়রি নিয়ে ।

'সারা কি শায়রি' নাম দিয়ে লেখা সেই শায়রির মর্মার্থ এটাই যে, দীর্ঘদিন ধরে অনুরাগীদের অনুরোধ শোনার পর আর চুপ থাকতে পারেননি সারা । শেষমেশ লিখেই ফিলেছেন কয়েকটা লাইন । সঙ্গে এটাও আশা করেছেন যে, তাঁর এই লেখা সকলের পছন্দ হবে, কেউ নাকচ করে দেবেন না ।

দেখে নিন সারার পোস্ট...

আপাতত বরুণ ধাওয়ানের সঙ্গে 'কুলি নম্বর ওয়ান' ছবির কাজ করছেন সারা । বলিউডের মাদকচক্রে দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, রকুল প্রীত সিংয়ের সঙ্গে জড়িয়েছে তাঁর নামও । তাই বেশ কিছুদিন একটু অন্তরালেই ছিলেন সারা ।

তবে ফের একবার শুরু হয়েছে ছবির শুটিং, ফের একবার শুরু হয়েছে তাঁর শায়রি লেখা । খুশি অনুরাগীরা ।

ABOUT THE AUTHOR

...view details