মুম্বই : ইদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের অনেক তারকাই। তবে এরকম অভিনবভাবে মুখোশের আড়ালে থেকে কেউই জানাননি। এঁরা হলেন কার্তিক আরিয়ান আর সারা আলি খান।
চিনতে পারছেন এই দুই বলিউড স্টারকে?
এঁরা দু'জনেই বলিউডের উঠতি সেনসেশন। গুজব রটেছে এই দুই তারকা রিলেশনসিপে রয়েছেন।
সারা আলি খান
কার্তিক নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ছবি শেয়ার করে লিখেছেন ক্যাপশনে লিখেছেন, "ইদ মুবারক"। যদিও তিনি সারার নাম উল্লেখ করেননি, তবুও এটা বুঝতে বাকি নেই যে তিনি আসলে কে।
আজ সকালে সারা নিজেও তাঁর মাকে সঙ্গে নিয়ে ইদের শুভেচ্ছা জানিয়েছেন।