মুম্বই : নরেন্দ্র মোদির জীবন একটা রোলারকোস্টার রাইডের মতো। তাঁর জীবনযুদ্ধ অনেকের অনুপ্রেরণা। তাই তো বারবার তাঁর জীবন সিনেমার বিষয়বস্তু হয়ে ওঠে। মোদিকে নিয়ে পরবর্তী ছবির নাম 'মন বৈরঙ্গী'। ছবিটি প্রযোজনা করছেন সঞ্জয়লীলা বনসালী।
শোনা যাচ্ছে ছবির প্রথম পোস্টার লুক প্রকাশ করবেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। মোদির জন্মদিন 17 সেপ্টেম্বর। সেদিনই এই লুক প্রকাশ করবেন বলে পরিকল্পনা করছেন ছবির নির্মাতারা।