পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নেপোটিজ়ম নিয়ে কী বললেন সঞ্জয় ? - সঞ্জয় কাপুরের খবর

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নেপোটিজ়ম নিয়ে তোলপাড় বলিউড । সঞ্জয় কাপুর, যিনি অনিল কাপুরের মতো হাই প্রোফাইল অভিনেতা এবং বনি কাপুরের মতো তাবড় প্রযোজকের ভাই, মুখ খুললেন এই বিষয়ে ।

Anil kapoor's brother Sanjay kapoor latest news
Anil kapoor's brother Sanjay kapoor latest news

By

Published : Nov 30, 2020, 3:40 PM IST

মুম্বই : নেপোটিজ়মের এত জোর থাকলে, অনেক আগেই করণ জোহরের চোখে পড়তাম....এক সাক্ষাৎকার দিতে এসে মজার ছলে এমনই বললেন সঞ্জয় কাপুর ।

তিনি বললেন যে, গত 30 বছর ধরে করণ জোহর তাঁকে চেনেন । তবে এত বছরে করণ তো তাঁকে কাজের সুযোগ দেননি । তাঁর লেটেস্ট নেটফ্লিক্সের ওয়েব শো 'দ্য ফ্যাবিউলস লাইভস অফ বলিউড ওয়াইভস'-এ দেখা গেছে সঞ্জয়কে । নেপোটিজ়ম বলে যদি সত্যিই কিছু থাকে, তাহলে সেটা কার্যকরী হতে 25টা বছর সময় লেগে গেল অভিনেতার ? মজার ছলে প্রশ্ন ছুড়লেন সঞ্জয় ।

সঞ্জয় বললেন, "সাধারণ মানুষের এগুলো বোঝা উচিত । আমি যত মানুষকে চিনি, তাতে আমার তো ইন্ডাস্ট্রির ব্যস্ততম অভিনেতা হওয়া উচিত । সবথেকে ভালো কাজগুলো পাওয়া উচিত । সেটা তো হয় না ।"

পরিবারের সঙ্গে সঞ্জয়

তবে সঞ্জয় খুশি । আজ তিনি যে কাজগুলো করছেন, প্রত্যেকটাই নিজের যোগ্যতায় পাচ্ছেন বলে সন্তুষ্ট তিনি । সেই সংখ্যাটা কম হলেও, নেপোটিজ়মের সুযোগ নেননি বলে একটা আত্মতৃপ্তি কাজ করে অভিনেতার ।

ABOUT THE AUTHOR

...view details