মুম্বই : যশের পরবর্তী ছবি KGF : চ্যাপ্টার ২-তে রয়েছেন সঞ্জয় দত্ত । কয়েকদিন আগে ছবি নির্মাতা দর্শকের সামনে একটি পোস্টার আনে তবে সেখানে কারও মুখ দেখা যায়নি । তাঁরা জানিয়েছিলেন 29 জুলাই ছবির মুখ্য চরিত্র আধিরার ফার্স্ট লুক প্রকাশ্যে আনা হবে ।
প্রযোজনা সংস্থা হোমবেল ফিল্মস্ দর্শককে দেওয়া কথা রেখেছে । কথা মতো আজই দর্শকের সামনে এনেছে আধিরার ফার্স্ট লুক । পোস্টারে আধিরার চরিত্রে সঞ্জয় দত্তকে প্রচন্ড ভয়ানক দেখাচ্ছে । 60 তম জন্মদিনে সঞ্জয় দত্তের তরফে ভক্তদের রিটার্ন গিফ্ট পোস্টারটি ।