পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"সঞ্জয় দত্ত একেবারে শিশুর মতো", বললেন অর্জুন - Panipat

অর্জুন কাপুরকে শেষবার দেখা গেছিল 'নমস্তে ইংল্যান্ড' ছবিতে।

সঞ্জয় দত্ত

By

Published : May 12, 2019, 4:13 PM IST

মুম্বই : আশুতোষ গোয়ারিকরের ছবি 'পানিপথ'-এ একসঙ্গে স্ক্রিনশেয়ার করতে চলেছেন সঞ্জয় দত্ত আর অর্জুন কাপুর। তাই নিয়ে উচ্ছ্বসিত অর্জুন। IANS কে দেওয়া একটি সাক্ষাৎকারে অর্জুন বললেন, "সঞ্জয় দত্ত একেবারে শিশুর মতো।"

অর্জুন বলেন, "সঞ্জয়ের সঙ্গে আমি কয়েকটা দৃশ্যে অভিনয় করেছি। ওঁর সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা খুবই ভালো। আমি ছোটো থেকেই ওঁর ভক্ত। আমরা সঞ্জু স্যারকে একজন স্টার, একজন অভিনেতা হিসেবে দেখেই বড় হয়েছি।"

আরও পড়ুন : একবছর কাজ করতে না পারাটা বাবার কাছে খুবই যন্ত্রণার : রণবীর

ব্যক্তিগত জীবনে কেমন মানুষ সঞ্জয়? অর্জুন বললেন, "ওঁর ব্যক্তিত্বটা লার্জার দ্যান লাইফ। কিন্তু ভিতরে ভিতরে ও একটা শিশুর মতো। ওঁর সঙ্গে কথা বললে তুমি ভুলেই যাবে যে এই ছবির ভিলেন উনি কারণ, ও মাঝে মাঝে তোমার গাল টিপতে শুরু করে দেবেন। তাই ওঁর সামনে নিজের চরিত্রটাকে ধরে রাখাটা খুব কঠিন।"

আরও পড়ুন : আদালত অবমাননায় জেল প্রযোজকের

'পানিপথ'-এর শুটিংয়ে নাকে চোট পেয়েছিলেন অর্জুন। তবে এটা নিয়ে বেশি ভাবতে নারাজ উনি। বললেন, "শুটিংয়ের ভালো দিন আর খারাপ দিন থাকে। ওটা কোনও একটা খারাপ দিনের ছোটো একটা অংশ।"

ABOUT THE AUTHOR

...view details