পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ঋষি কাপুরের মৃত্যুটা মেনে নিতে সময় লাগবে : সঞ্জয় দত্ত - ঋষি কাপুর

ঋষি কাপুরের মৃত্যুটা ঠিক মেনে নিতে পারেননি সঞ্জয় দত্ত । সোশাল মিডিয়ায় আবেগপ্রবণ পোস্ট অভিনেতার ।

sanjay dutta remesanjay dutta remembers Rishi Kapoormbers Rishi Kapoor
sanjay dutta remembers Rishi Kapoor

By

Published : May 4, 2020, 8:41 PM IST

মুম্বই : ঋষি কাপুরের হঠাৎ করে চলে যাওয়াটা মেনে নিতে পারেননি সঞ্জয় দত্ত । দাদার মতো "চিন্টু স্যার"-কে বেশ মনে পড়ছে তাঁর । সোশাল মিডিয়ায় আবেগপ্রবণ পোস্ট সঞ্জয়ের ।

সঞ্জয় লিখেছেন, "আমায় একটা জিনিস শিখিয়েছেন চিন্টু স্যার, যা-ই করবে হাসিমুখে করবে । চিন্টু স্যার যে আমাদের মধ্যে নেই সেটা মেনে নিতে একটু সময় লাগবে । উনি সবসময় আমার দাদার মতো ছিলেন । বিশ্বাস করতে পারছি না ওঁর মৃত্যুটা ।"

ঋষি কাপুরের সঙ্গে 'পেয়ার মেঁ টুইস্ট', 'শাহিবান', 'অগ্নিপথ', 'ডি-ডে'-র মতো ছবিতে অভিনয় করেছেন সঞ্জয় ।

ঋষি কাপুরের মৃত্যুর দিনেও সঞ্জয় দত্ত একটি লম্বা চিঠি লিখেছিলেন । সেখানে তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে, তাঁর কঠিন সময় কতটা সাহায্য করেছিলেন ঋষি । ঋষি কাপুর শুধুমাত্র সঞ্জয়ের সহকর্মী ছিলেন না, পরিবারের মতো ছিলেন ।

দেখে নিন সেই পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details