মুম্বই : আজ সুনীল দত্তের ৯০তম জন্মবার্ষিকী। আর এই বিশেষ দিনে তাঁকে মনে করলেন ছেলে সঞ্জয় দত্ত।
"তোমায় মিস করছি", কাকে বললেন সঞ্জয়? - Bollywood
সঞ্জয় দত্তকে বাইরে থেকে যতটাই কঠিন দেখাক না কেন, ভিতরে তিনি খুবই আবেগপ্রবণ। বিশেষ করে বাবা সুনীল দত্ত ও মা নার্গিসের ব্যাপারে সঞ্জয় খুবই অনুভূতিশীল।
সঞ্জয় দত্ত
ইনস্টাগ্রামে একটা পুরোনো শেয়ার করে সঞ্জয় লিখেছেন, "শুভ জন্মদিন বাবা। তোমায় মিস করছি।" সাদা-কালো সেই ছবিতে কমবয়সী সুনীলের সঙ্গে দেখা যাচ্ছে বাচ্চা সঞ্জয় ও তাঁর বোন প্রিয়া দত্তকে।
দেখে নিন সঞ্জয় দত্তের সেই পোস্ট...