পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বিবাহবার্ষিকীতে স্ত্রী মান্যতাকে কী বললেন সঞ্জয় ? - সঞ্জয় দত্তের খবর

আজ সঞ্জয় দত্তের 12 তম বিবাহবার্ষিকী । এই বিশেষ দিনে স্ত্রী মান্যতাকে কী বললেন অভিনেতা ?

Sanjay Dutt wedding anniversary
Sanjay Dutt wedding anniversary

By

Published : Feb 11, 2020, 9:06 PM IST

মুম্বই : স্ত্রী মান্যতা না থাকলে জীবনটা কোথায় গিয়ে দাঁড়াতো ? বিবাহবার্ষিকীতে এভাবেই স্ত্রী মান্যতার কাছে নিজেকে সমর্পণ করলেন সঞ্জয় ।

তিনি সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন, সেখানে সঞ্জয়ের সঙ্গে মান্য়তার বেশ কয়েকটি রোম্যান্টিক ছবি জায়গা করে নিয়েছে । স্লাইড শোয়ের মাধ্যমে ছবিগুলো ফুটে উঠছে সোশাল মিডিয়ার পাতায় ।

তবে আসল চমক ক্যাপশনে । সঞ্জয় লিখেছেন, "তোমায় ছাড়া আমি কী করতাম ? শুভ বিবাহবার্ষিকী মান্যতা ।"

মান্যতাও একই রকমভাবে উইশ করেছেন সঞ্জয়কে । নিজেদের একটি ছবি শেয়ার করে মান্যতা লিখেছেন, "আমার পাশে সবসময়ে কেউ একজন আছে, এই অনুভূতির থেকে বড় আর কিছু হতে পারে না । তুমি সেই একজন, যে এত বছর ধরে আমার পাশে থেকেছে আর আগামী দিনেও থাকবে । অনেক ধন্যবাদ ।"

সঞ্জয় দত্তকে শেষ দেখা গেছে 'পানিপথ' ছবিতে । এছাড়াও তাঁকে দেখা যাবে 'সড়ক 2','KGF : চ্যাপটার 2', 'ভূজ : দ্য প্রাইড অফ ইন্ডিয়া'-এর মতো বড় ব্যানারের ছবিতে ।

ABOUT THE AUTHOR

...view details