মুম্বই : আজ সঞ্জয় দত্তের জন্মদিন । এই বিশেষ দিনে তাঁর আসন্ন ছবি 'KGF : চ্যাপটার 2'-এর ফার্স্টলুক পোস্টার সামনে এল । ইনটেন্স লুকে বাজিমাত অভিনেতার ।
প্রযোজনা সংস্থার তরফ থেকে শেয়ার করা হয়েছে সঞ্জয়ের লুক । প্রায় চেনাই যাচ্ছে না অভিনেতাকে । একই সঙ্গে আধুনিকতা ও রাজকীয়তার মিশ্রণে তৈরি হয়েছে তাঁর লুক । কপাল থেকে গালে নেমে আসা ট্যাটু, অভিনব হেয়ারস্টাইল, আর সুপরিকল্পিত পোশাকে ভয়ানক লাগছে তাঁকে ।