মুম্বই : মা নার্গিসের খুব কাছের ছিলেন সঞ্জয় দত্ত । মায়ের অকালপ্রয়াণে সেই সময় দিশাহারা হয়ে গেছিলেন সঞ্জয় । অনেকটা না পাওয়া জমে আছে তাঁর মধ্যে । এখনও মা-কে মিস করেন তিনি । আজ নার্গিসের 39 তম মৃত্যুবার্ষিকীতে আবেগপ্রবণ সঞ্জয় ।
মায়ের সঙ্গে একটি সাদা-কালো ছবি শেয়ার সঞ্জয় লিখেছেন, "39 বছর হয়ে গেল তুমি আমাদের ছেড়ে চলে গেছ । তবে আমি জানি তুমি সবসময় পাশে আছ । তবে তুমি আমার কাছে থাকতে পারতে, আজ আর প্রতিদিন.."