পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"তুমিই আমার রাম", সঞ্জয়কে বললেন মান্যতা - Maanayata Dutt

ইনস্টাগ্রামে 24 সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করেন মান্যতা । সেখানে সঞ্জয়কে আরতি করতে দেখা গিয়েছে । পাশে দাঁড়িয়ে 'আম্বে তু হ্যায় জগদম্বে কালি' গাইছেন পুরোহিতরা । ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা ঘর । প্রদীপ ও মোমবাতি দিয়ে সাজানো হয়েছে পুজোর জায়গা ।

sdf
sdf

By

Published : Oct 25, 2020, 7:00 PM IST

মুম্বই : ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন সঞ্জয় দত্ত । সেই মারণ রোগের সঙ্গে লড়াইয়ে তিনি জয়ী হয়েছেন । এখন তিনি পুরোপুরি সুস্থ । কয়েকদিন আগে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে একথা অনুরাগীদের জানিয়েছিলেন । আর এবার দশেরা উপলক্ষ্যে বাড়িতে পুজোর আয়োজন করেছিলেন স্ত্রী মান্যতা । সব খারাপ যাতে ধয়ে মুছে যায় সেই প্রার্থনা করেন তাঁরা । পাশাপাশি সঞ্জয়কে 'রাম' বলেও উল্লেখ করেন তিনি ।

ইনস্টাগ্রামে 24 সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করেন মান্যতা । সেখানে সঞ্জয়কে আরতি করতে দেখা গিয়েছে । পাশে দাঁড়িয়ে 'আম্বে তু হ্যায় জগদম্বে কালি' গাইছেন পুরোহিতরা । ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা ঘর । প্রদীপ ও মোমবাতি দিয়ে সাজানো হয়েছে পুজোর জায়গা । অন্ধকারকে ঘুচিয়ে দিচ্ছে সেই আলো ।

এই ভিডিয়োর সঙ্গে ক্যাপশনে মান্যতা লেখেন, "এই দশেরা তাঁকে উৎসর্গ করছি যিনি শুধুমাত্র আমার কাছেই নন, সবার কাছেই একজন অনুপ্রেরণা । জীবনে অনেক কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন, কিন্তু সব সময় ধৈর্য ও ভালোবাসা দিয়ে সেগুলির সঙ্গে লড়াই করেছেন । আর যখনই আমরা ভাবি যে শান্তিতে রয়েছি, তখনই জীবন আরও একটা চ্যালেঞ্জ আমাদের দিকে ছুড়ে দেয় ।"

তিনি আরও লেখেন, "তবে আজ তিনি আরও একবার প্রমাণ করেছেন যে ইতিবাচক চিন্তাভাবনার মাধ্যমে জয়ী হওয়া সম্ভব এবং যে কোনও রকম খারাপ পরিস্থিতিকে মনের জোর দিয়ে হারানো সম্ভব !"

এরপর সঞ্জয়ের উদ্দেশে মান্যতা লেখেন, "সত্যিই তোমার মতো কেউ নেই সঞ্জয় । তুমি আমার শক্তি, আমার গর্ব, আমার রাম !!"

21 অক্টোবর ক্যানসারের মতো মারণ রোগের সঙ্গে লড়াইয়ে জয়ী হওয়ার কথা অনুরাগীদের জানিয়েছিলেন সঞ্জয় । এই কঠিন পরিস্থিতিতে পাশে থাকার জন্য পরিবার, বন্ধু ও অনুরাগীদেরও ধন্যবাদ জানিয়েছিলেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details