মুম্বই : ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন সঞ্জয় দত্ত । সেই মারণ রোগের সঙ্গে লড়াইয়ে তিনি জয়ী হয়েছেন । এখন তিনি পুরোপুরি সুস্থ । কয়েকদিন আগে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে একথা অনুরাগীদের জানিয়েছিলেন । আর এবার দশেরা উপলক্ষ্যে বাড়িতে পুজোর আয়োজন করেছিলেন স্ত্রী মান্যতা । সব খারাপ যাতে ধয়ে মুছে যায় সেই প্রার্থনা করেন তাঁরা । পাশাপাশি সঞ্জয়কে 'রাম' বলেও উল্লেখ করেন তিনি ।
ইনস্টাগ্রামে 24 সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করেন মান্যতা । সেখানে সঞ্জয়কে আরতি করতে দেখা গিয়েছে । পাশে দাঁড়িয়ে 'আম্বে তু হ্যায় জগদম্বে কালি' গাইছেন পুরোহিতরা । ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা ঘর । প্রদীপ ও মোমবাতি দিয়ে সাজানো হয়েছে পুজোর জায়গা । অন্ধকারকে ঘুচিয়ে দিচ্ছে সেই আলো ।
এই ভিডিয়োর সঙ্গে ক্যাপশনে মান্যতা লেখেন, "এই দশেরা তাঁকে উৎসর্গ করছি যিনি শুধুমাত্র আমার কাছেই নন, সবার কাছেই একজন অনুপ্রেরণা । জীবনে অনেক কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন, কিন্তু সব সময় ধৈর্য ও ভালোবাসা দিয়ে সেগুলির সঙ্গে লড়াই করেছেন । আর যখনই আমরা ভাবি যে শান্তিতে রয়েছি, তখনই জীবন আরও একটা চ্যালেঞ্জ আমাদের দিকে ছুড়ে দেয় ।"