পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মাত্র 6 মাস সময় রয়েছে সঞ্জয়ের হাতে ! কী বলল পরিবার ? - Sanjay Dutt family reveals

একটি সংবাদ সংস্থাকে সঞ্জয়ের পরিবারের তরফে বলা হয়, "সঞ্জয়ের হাতে মাত্র এক মাস বা 6 মাস রয়েছে, এই ধরনের খবরের কোনও ভিত্তি নেই । ফুসফুসের ক্যানসারে আক্রান্ত তিনি, তার জন্য তাঁর চিকিৎসাও চলছে । মুম্বইতে তাঁর চিকিৎসা হচ্ছে । তাতে ভালোই সাড়া দিচ্ছেন তিনি ।"

aS
ASx

By

Published : Oct 20, 2020, 6:54 PM IST

মুম্বই : কয়েকদিন আগেই সেলুনে চুল কাটতে গিয়েছিলেন তিনি । নভেম্বর থেকে আপকামিং ছবি 'কেজিএফ : চ্যাপ্টার 2'-এর শুটিং শুরু করবেন বলেও জানিয়েছিলেন । তার মাঝেই শোনা গিয়েছে, যে সঞ্জয় দত্তের হাতে নাকি আর বেশি সময় নেই । মাত্র 6 মাস সময় বাকি রয়েছে । এই কথা জানার পরই তীব্র প্রতিক্রিয়া দেওয়া হয় তাঁর পরিবারের তরফে ।

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত সঞ্জয় । চিকিৎসাও শুরু করে দিয়েছেন । খুব শীঘ্রই এই মারণ রোগকে জয় করে ফিরে আসবেন বলে আশাবাদী অভিনেতা । কিন্তু, তার মাঝেই শোনা যায় যে, অভিনেতার হাতে নাকি আর বেশি সময় বাকি নেই । মাত্র 6 মাস রয়েছে । এদিকে কয়েকদিন আগে হেয়ারস্টাইলিস্ট আলিম হাকিমের সেলুনে গিয়েছিলেন তিনি । চুল কাটার পর একটি ভিডিয়ো শুট করেন । আর সেই ভিডিয়োতে প্রথমবার ক্যানসার আক্রান্ত হওয়ার কথা উল্লেখ করেন তিনি । বলেছিলেন, "আমি খুব শীঘ্রই ক্যানসার থেকে সেরে উঠব ।"

এহেন মনের জোর থাকা এক মানুষের হাতে আর মাত্র 6 মাস সময় রয়েছে একথা জানতে পারার পরই ভেঙে পড়েন তাঁর অনুরাগীরা । যদিও বিষয়টি সঠিক নয় বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে তাঁর পরিবারের তরফে ।

এ প্রসঙ্গে একটি সংবাদ সংস্থাকে সঞ্জয়ের পরিবারের তরফে বলা হয়, "সঞ্জয়ের হাতে মাত্র এক মাস বা 6 মাস রয়েছে, এই ধরনের খবরের কোনও ভিত্তি নেই । ফুসফুসের ক্যানসারে আক্রান্ত তিনি, তার জন্য তাঁর চিকিৎসাও চলছে । মুম্বইতে তাঁর চিকিৎসা হচ্ছে । তাতে ভালোই সাড়া দিচ্ছেন তিনি ।"

আরও বলা হয়, "আজ তিনি পরীক্ষা করাতে গিয়েছিলেন । ঈশ্বরের কৃপা ও সবার শুভেচ্ছার জেরে তাঁর রিপোর্টও ভালোই এসেছে ।"

কাজের দিক থেকে শেষবার 'সড়ক 2' ছবিতে দেখা গিয়েছিল সঞ্জয়কে । সেখানে আলিয়া ভাট ও আদিত্য রয় কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি । এরপর 'কেজিএফ : চ্যাপ্টার 2'-তে দেখা যাবে তাঁকে ।

ABOUT THE AUTHOR

...view details