পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'দিল বেচারা'-র সেটে সুশান্ত, পুরোনো ছবি শেয়ার সঞ্জনার - unseen pic of Sushant

ইনস্টাগ্রাম স্টোরিতে ছবির শুটিংয়ের সময়কার একটি ছবি পোস্ট করেন সঞ্জনা । ক্যাপশনে লেখেন, "ছবিটা খুঁজে পেলাম । যা আমি আগে কখনও দেখিনি । স্মৃতি ও নস্টালজিয়ার মধ্যে শ্বাস নিচ্ছি ও বেঁচে রয়েছি । আমাদের শুটিংয়ের দিনগুলি ছিল ক্রিয়েটিভিটি ও আনন্দে ভরপুর । আমি কিছু করলে বা বললে সেটাকে নিয়ে তাঁরা মজা করতেন...এটাই ছিল রোজকার বিষয় ।"

্িু
ি্েু

By

Published : Jul 3, 2020, 7:49 PM IST

মুম্বই : বাইকের উপর বসে রয়েছেন সুশান্ত সিং রাজপুত । বাইকের পাশে আলাদাভাবে যোগ করা হয়েছে একটি আসন । যেখানে বসে রয়েছেন সঞ্জনা সাঙ্ঘি । আর রাস্তায় দাঁড়িয়ে পরিচালক মুকেশ ছাবড়া । সম্প্রতি এই ছবি পোস্ট করে নস্টালজিয়ায় গা ভাসান অভিনেত্রী ।

'দিল বেচারা' ছবিতে সুশান্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন সঞ্জনা । আর এই ছবির মাধ্যমেই অভিনয়ে হাতেখড়ি হয় তাঁর । প্রথম ছবিতে কাজের অভিজ্ঞতা একেবারেই খারাপ নয় । হাসি ঠাট্টার মধ্যে দিয়ে কখন যে শুটিং শেষ হয়ে গিয়েছে সেটাই যেন বুঝতে পারেননি তিনি । লকডাউনের আগেই শেষ হয়ে যায় শুটিং । তারপর লকডাউনের মধ্যে পুরোপুরি তৈরি হয়ে যায় ছবিটি । সব কিছু ঠিকঠাকই চলছিল । কিন্তু, হঠাৎই ছন্দপতন হয় । 14 জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ ।

সব কেমন যেন গুলিয়ে যায় সবার । প্রথমে খবরটাকে মানতে চাননি কেউই । তারপরই সামনে আসে খবরের সত্যতা । যদিও প্রথম ছবির সহ অভিনেতার চলে যাওয়াটা মেনে নিতে পারেননি সঞ্জনা । তাই মাঝে মধ্যেই সুশান্তের স্মৃতিচারণা করতে দেখা গিয়েছে তাঁকে ।

সঞ্জনার পোস্ট

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে ছবির শুটিংয়ের সময়কার একটি ছবি পোস্ট করেন সঞ্জনা । ছবির ক্যাপশনে লেখেন, "ছবিটা খুঁজে পেলাম । যা আমি আগে কখনও দেখিনি । স্মৃতি ও নস্টালজিয়ার মধ্যে শ্বাস নিচ্ছি ও বেঁচে রয়েছি । আমাদের শুটিংয়ের দিনগুলি ছিল ক্রিয়েটিভিটি ও আনন্দে ভরপুর । আমি কিছু করলে বা বললে সেটাকে নিয়ে তাঁরা মজা করতেন...এটাই ছিল রোজকার বিষয় ।"

2014 সালের হলিউড ফিল্ম 'দা ফল্ট ইন আওয়ার স্টার্স'-এর হিন্দি রিমেক 'দিল বেচারা'। এই ছবিতে সুশান্ত ও সঞ্জনা ছাড়াও রয়েছেন স্বস্তিকা মুখার্জি ও শাশ্বত চ্যাটার্জি । ডিজ়নি প্লাস হটস্টারে 24 জুলাই মুক্তি পাবে ছবিটি ।

ABOUT THE AUTHOR

...view details