মুম্বই : দু'বছর আগে আজকের দিনেই শুটিং শুরু করেছিলেন তাঁরা । ক্যামেরার সামনে হয়ে উঠেছিলেন কিজ়ি বাসু ও ম্যানি । আর সেই দিন থেকেই শুরু হয়েছিল তাঁদের একসঙ্গে পথচলা । দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে । কোনও কিছুই আর নেই আগের মতো । বদলে গিয়েছে পরিস্থিতি । শুধু রয়ে গিয়েছে স্মৃতিটুকু । আর সেটাকেই মনের মধ্যে আগলে রাখতে চান সঞ্জনা সাঙ্ঘি, থুরি কিজ়ি বাসু । সম্প্রতি 'দিল বেচারা'-র শুটিংয়ের প্রথম দিনের স্মৃতিচারণ করে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন তিনি ।
2018 সালের 9 জুলাই । শুরু হয়েছিল 'দিল বেচারা'-র শুটিং । ওই দিনই প্রথমবার ক্যামেরার সামনে ম্যানি ও কিজ়ি হয়ে উঠেছিলেন সুশান্ত ও সঞ্জনা । জামশেদপুরে হয়েছিল শুটিং । সেই দিন থেকে এখনও পর্যন্ত জীবনের প্রতিটা সেকেন্ডে বদল এসেছে বলে জানিয়েছেন অভিনেত্রী ।
সম্প্রতি ইনস্টাগ্রামে শুটিংয়ের সময়কার বেশ কয়েকটি মুহূর্তের ছবি ও ভিডিয়ো শেয়ার করেন সঞ্জনা । পোস্টের প্রথম ভিডিয়ো নেওয়া হয়েছে ট্রেলার থেকে । পরবর্তী ভিডিয়োতে তুলে ধরা হয়েছে শুটিং ফ্লোরের কিছু মুহূর্ত । এরপর মেকআপ রুম সহ আরও কয়েকটি ছবি পোস্ট করেন সঞ্জনা ।