মুম্বই : 14 জুন । দিনটা ছিল রবিবার । আর পাঁচটা রবিবারের মতোই শুরু হয়েছিল দিনটা । কিন্তু, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একটা খবর নাড়িয়ে দেয় গোটা দেশকে । হঠাৎই শোনা যায় বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ । প্রথমে এই খবর বিশ্বাস করতে চাননি অনেকেই । পরে অবশ্য খবরটা নিশ্চিত করা হয় পুলিশের তরফে । মন ভেঙে যায় সবার । একই অবস্থা হয়েছিল সুশান্তের শেষ ছবির অভিনেত্রী সঞ্জনা সাঙ্ঘিরও । মাঝে মধ্যেই অভিনেতার স্মৃতিচারণা করতে দেখা যায় তাঁকে । যদিও সময়ের সঙ্গে সঙ্গে সব ক্ষত শুকিয়ে যায় না বলে মনে করেন তিনি ।
সুশান্তের শেষ ছবি 'দিল বেচারা'। সেখানে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সঞ্জনা । শুটিংয়ের সময়কার মুহূর্তগুলো বারবার ফিরে আসে তাঁর স্মৃতিতে । তাঁর সহ অভিনেতা যে এই পৃথিবীতে আর নেই সেটা মানতেই ইচ্ছে করে না । সুশান্তের মৃত্যুর পর কেটে গিয়েছে একটা মাস । কিন্তু, এখনও তাজা রয়েছে স্মৃতিগুলো । কিছুতেই যেন কষ্টটা ভুলতে পারছেন না তিনি । সেই স্মৃতিতে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেন অভিনেত্রী । সুশান্তের মৃত্যুর পর 21 জুন এই পোস্টটি করেছিলেন তিনি । আবারও ফের সামনে নিয়ে এলেন সেই পোস্ট ।