পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'দিল বেচারা'-র সেটে সঞ্জনাকে মেয়ের মতোই আগলে রাখতেন স্বস্তিকা - স্বস্তিকা মুখার্জি

'দিল বেচারা'-র সেটে সঞ্জনার খেয়াল রাখতেন স্বস্তিকা । সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে একথা জানান স্বস্তিকা নিজেই ।

ে্ি
ে্ি

By

Published : Jul 15, 2020, 10:43 AM IST

মুম্বই : রিকশার উপর বসে রয়েছেন সঞ্জনা সাঙ্ঘি ও স্বস্তিকা মুখার্জি । আর পাশে দাঁড়িয়ে কোনও দৃশ্য তাঁদের বুঝিয়ে দিচ্ছেন পরিচালক মুকেশ ছাবড়া । মন দিয়ে সেটাই শুনছেন তাঁরা । তবে এই পরিস্থিতিতেও সঞ্জনার খেয়াল রাখতে ভোলেননি তাঁর অনস্ক্রিন 'মা' স্বস্তিকা । অনস্ক্রিন 'মেয়ে'-র মাথায় ছাতা ধরে বসে রয়েছেন তিনি । সম্প্রতি এই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন স্বস্তিকা নিজেই ।

ছবির ক্যাপশনে লেখেন, "সন্তানের সুরক্ষা নিয়ে মায়েরা সব সময়ই চিন্তিত থাকেন । সেটা সূর্যরশ্মি হোক বা শরীর বা সম্পর্ক ভাঙা । একজন মা সব সময় মাই থাকেন । সেটা রিল হোক বা রিয়েল লাইফ । কিজ়ি বাসু দীর্ঘজীবী হও ।"

সঞ্জনার আপকামিং ছবি 'দিল বেচারা'। সেখানে তাঁর মায়ের চরিত্রে দেখা যাবে স্বস্তিকাকে । রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়ও । সঞ্জনার বাবার চরিত্রে দেখা যাবে তাঁকে । এছাড়াও ছবিতে শেষবারের মতো অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত ।

কয়েকদিন আগে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন স্বস্তিকা । সেখানে সুশান্তের সঙ্গে গানের তালে পা মেলাতে দেখা গিয়েছিল তাঁকে । এর ক্যাপশনে লেখেন, "কিজ়ির (দিল বেচারা ছবিতে সঞ্জনার চরিত্রর নাম) সঙ্গে নাচ করার পর ও আমার সঙ্গেও নেচেছিল । সুশান্তকে আমি এইভাবেই মনে রাখতে চাই । সব সময় । এত সরল । হুল্লোড়বাজ । প্রাণোচ্ছল । তারাদের সঙ্গে নাচ কোরো এভাবে । অনেক ভালোবাসা । এই মুহূর্তটাকে ক্যামেরাবন্দী করার জন্য ধন্যবাদ মুকেশ ছাবড়া ।"

সুশান্তের মৃত্যুর পর কেটে গিয়েছে একটা মাস । তাও প্রিয় অভিনেতার জন্য এখনও যেন মন কেমন করে অনুরাগীদের । আর পরিস্থিতির মধ্যেই মুক্তি পেতে চলেছে 'দিল বেচারা'। 24 জুলাই ডিজ়নি প্লাস হটস্টারে মুক্তি পাবে ছবিটি । সেখানে প্রাণবন্ত সুশান্তকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনেকেই ।

ABOUT THE AUTHOR

...view details