মুম্বই, 2 অক্টোবর : অবশেষে বিচ্ছেদ সামান্থা আক্কিনেনি (Samantha Akkineni) এবং নাগা চৈতন্যের (Naga Chaitanya) ৷ অভিনেত্রী নিজেই তাঁর ইনস্টাগ্রাম পোস্টে জানালেন একথা ৷ সামাস্থা পোস্টে লেখেন, তাঁরা স্বামী-স্ত্রী হিসাবে আলাদা পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৷
শনিবার বিকেলেই সামান্তা ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন ৷ সেখানেই তিনি নাগার সঙ্গে বিচ্ছেদের কথা নিশ্চিত করেন ৷ নাগার সঙ্গে বিচ্ছেদের পর এটাই সামান্থার অফিসিয়াল বিবৃতি ৷ সামাস্থা পোস্টে লেখেন, "অনেক ভেবেচিন্তে আমি সিদ্ধান্ত নিয়েছি যে স্বামী-স্ত্রী হিসাবে আলাদা আলাদা পথ বেছে নেওয়ার ৷ আমরা সৌভাগ্যবান যে এক দশকেরও বেশি সময় ধরে আমাদের বন্ধুত্ব ছিল, যা আমাদের সম্পর্কের মূল ভিত্তি ছিল ৷ আমরা বিশ্বাস করি, সবসময় আমাদের মধ্যে এই বিশেষ বন্ধনটি থাকবে । আমরা আমাদের ফ্য়ান, শুভাকাঙ্ক্ষী এবং মিডিয়াকে অনুরোধ করছি এই কঠিন সময়ে আমাদের সঙ্গে থাকুন ৷" এদিন সামান্থা তাঁর পোস্টে মিডিয়ার কাছে তাঁদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার্থে আবেদনও জানিয়েছেন ৷