মুম্বই : বলিউড সেলিব্রিটি থেকে শুরু করে আম জনতা সবাই 'বটল ক্যাপ চ্যালেঞ্জ' গ্রহণ করছে । সলমন খানও মজার সঙ্গে এই চ্যালেঞ্জ করার চেষ্টা করলেন । সাথে নিজের ভক্তদের দিলেন একটা সুন্দর বার্তাও ।
সলমন খান সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন । যেখানে দেখা যাচ্ছে, তিনি জিমের ভিতর রয়েছেন । 'বটল ক্যাপ চ্যালেঞ্জ'-র জন্য রাউন্ড কিক নিতে প্রস্তুত ভাইজান । কিন্তু হঠাৎ তিনি কিক না নিয়ে ক্যামেরার কাছে এগিয়ে এসে ফুঁ দিয়ে বোতলের ঢাকনাটাকে ফেলে দেন ।