পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ক্যাটরিনাকে প্রোপোজ় করলেন ভিকি, তাও আবার সলমনের সামনে - সলমন খানের খবর

সলমন খানের সামনেই ক্যাটরিনা কাইফকে প্রোপোজ় করলেন ভিকি কৌশল । কী প্রতিক্রিয়া ভাইজানের ?

vickey kaushal latest news
vickey kaushal latest news

By

Published : Apr 7, 2020, 7:00 PM IST

মুম্বই : ক্যাটরিনা কাইফের সঙ্গে সলমন খানের সম্পর্ক নিয়ে কানাঘুঁষো অনেকদিনের । যদিও সেই নিয়ে এত বছরে মুখ খোলেননি তাঁরা । তাই এবার ক্যাটরিনার সঙ্গে ভিকি কৌশলকে জড়িয়ে মুচমুচে গসিপ শুরু করেছেন অনুরাগীরা । সম্প্রতি একটি অ্যাওয়ার্ড শোয়ে সলমনের সামনেই ক্যাটরিনাকে প্রোপোজ় করলেন ভিকি ।

হ্যাঁ, ঠিকই পড়েছেন । সলমন তখন দর্শকাসনে । ক্যাটরিনাকে ভিকি বলে বসলেন, "মুঝসে শাদি করোগি ?" শুনেই হেসে ফেলেন ক্যাটরিনা ।

আর সলমন ? পাশে বসে থাকা বোন অর্পিতার কাঁধে ঢলে পড়লেন তিনি । যেন ভিকির প্রোপোজ়াল শুনে অসুস্থ হয়ে পড়েছেন তিনি ।

আর ভিকিকে ক্যাটরিনার জবাব, "না, আমার সাহস নেই ।"...পুরো ব্যাপারটাই হয় মজার ছলে বলাইবাহুল্য । হাসির বন্যা বয়ে যায় অডিটোরিয়ামে ।

পুরোনো সেই অ্যাওয়ার্ড শোয়ের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় । দেখে নিন...

ABOUT THE AUTHOR

...view details