মুম্বই : ক্যাটরিনা কাইফের সঙ্গে সলমন খানের সম্পর্ক নিয়ে কানাঘুঁষো অনেকদিনের । যদিও সেই নিয়ে এত বছরে মুখ খোলেননি তাঁরা । তাই এবার ক্যাটরিনার সঙ্গে ভিকি কৌশলকে জড়িয়ে মুচমুচে গসিপ শুরু করেছেন অনুরাগীরা । সম্প্রতি একটি অ্যাওয়ার্ড শোয়ে সলমনের সামনেই ক্যাটরিনাকে প্রোপোজ় করলেন ভিকি ।
হ্যাঁ, ঠিকই পড়েছেন । সলমন তখন দর্শকাসনে । ক্যাটরিনাকে ভিকি বলে বসলেন, "মুঝসে শাদি করোগি ?" শুনেই হেসে ফেলেন ক্যাটরিনা ।