পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সলমনের সঙ্গে সুশান্ত মামলায় অভিযুক্ত KWAN এজেন্সির কোনও যোগ নেই, দাবি আইনজীবীর - deepika padukone latest news

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করতে গিয়ে মাদক যোগ পেয়েছে নারকোটিক্স কন্ট্রোল বিওরো । সেই নিয়ে তদন্ত করতে গিয়ে তাদের নিশানায় মুম্বইয়ের ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি KWAN । শোনা যায় যে, এই কম্পানির অন্যতম অংশীদার নাকি সলমন খান । তবে এই খবর ভিত্তিহীন, জানালেন ভাইজানের আইনজীবী ।

deepika padukone latest news
deepika padukone latest news

By

Published : Sep 23, 2020, 9:49 AM IST

মুম্বই : সুশান্ত মামলায় নতুন নাম জড়িয়েছে মুম্বইয়ের ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি KWAN-এর । শোনা যাচ্ছিল যে, এই এজেন্সির সঙ্গে নাকি সলমন খানের যোগ রয়েছে, তিনি নাকি KWAN-এর অন্যতম অংশীদার । তবে এই খবর ভুয়ো বলে জানালেন অভিনেতার আইনজীবী আনন্দ দেশাই ।

একটি বিবৃতি দিয়ে দেসাই জানালেন, "KWAN কোম্পানির সঙ্গে সলমন খানের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনও সম্পর্ক নেই । মিডিয়াকে অনুরোধ, আমাদের মক্কেলের ব্যাপারে এই ধরনের ভুয়ো খবর ছড়াবেন না ।"

KWAN এজেন্সির এক কর্মী করিশ্মা প্রকাশ । তিনি দীপিকার ম্যানেজার হিসেবে কাজ করেন । করিশ্মার সঙ্গে দীপিকার একটি হোয়াটস্যাপ চ্যাট সামনে আসে সম্প্রতি । সেখানে ড্রাগ সংক্রান্ত আলোচনা হতে দেখা যায় দু'জনের মধ্যে । তারপরেই NCB-র ব়্যাডারে আসে এই এজেন্সি ।

দীপিকা

গতকাল অর্থাৎ 22 সেপ্টেম্বর করিশ্মা ও KWAN এজেন্সির CEO ধ্রুব চিটগোপেকারকেও তলব করে NCB । ধ্রুব উপস্থিত থাকলেও NCB-র অফিসে জাননি করিশ্মা । এই সপ্তাহের শেষের দিকে তাঁকে আবার তলব করা হবে বলে খবর ।

এদিকে এই এজেন্সিরই আর এক কর্মী জয়া সাহা ছিলেন সুশান্ত সিং রাজপুতের ট্যালেন্ট ম্যানেজার । এই সূত্রে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে NCB ।

ABOUT THE AUTHOR

...view details