মুম্বই : ছিল 'মেন্টাল হ্য়ায় কেয়া', হয়ে গেল 'জাজমেন্টাল হ্যায় কেয়া'। কঙ্গনা রানাওয়াত ও রাজকুমার রাও অভিনীত এই ছবিতে 'মেন্টাল' শব্দটা নিয়ে অভিযোগ জানিয়েছিল ইন্ডিয়ান সাইকায়ট্রিক সোসাইটি। ফলে সেন্সর বোর্ডের হস্তক্ষেপে বদলেছে সেই নাম। তবে সলমন অভিনীত 'কিক' ছবির দক্ষিণী নামও ছিল 'মেন্টাল'। সেই ক্ষেত্রে তো কারো কোনও সমস্যা হয়নি...অভিযোগ কঙ্গনার।
'জাজমেন্টাল হ্যায় কেয়া' ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে কঙ্গনা বলেন, "কঙ্গনা রানাওয়াতের নাম যেখানে থাকে, সেখানেই মানুষের অনেক বেশি সমস্যা হয়। সেই কথা মাথায় রেখে এখন আমরাও আমাদের রাস্তা আলাদা করতে শিখে গেছি।"