মুম্বই : লকডাউনে সবাইকে বাড়িতে থাকার উপদেশ দিয়েছেন সলমন খান । রীতিমতো কড়া ভাষায় সবাইকে সতর্ক করেছেন । তবে তাঁর বাবা সেলিম খান প্রতিদিন বাড়ি থেকে বেরোচ্ছেন । কিন্তু কেন ? উত্তরটা সেলিম নিজেই দিলেন এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মে ।
সেলিম জানালেন, "আমার কোমরে একটু সমস্যা আছে । তাই ডাক্তারের পরামর্শ নিয়েই আমি আমার হাঁটার রুটিনটা মেন্টেন করছি । গত 40 বছর ধরেই এই রুটিনের মধ্য়ে আছি আমি । ডাক্তার বলেছেন, হঠাৎ বন্ধ হয়ে গেলে আমার সমস্য়াটা আরও বেড়ে যাবে ।"