মুম্বই : 'বজরঙ্গী ভাইজান' ছবির সেই ছোট্ট মুন্নিকে মনে আছে ? বোবা-কালা মেয়েটি সবাইকে মুগ্ধ করেছিল শুধুমাত্র চোখের অভিনয়ে । তার আসল নাম হর্ষালি মালহোত্র । হর্ষালির এখনকার ছবি দেখে অবাক নেটিজেনরা ।
ছোট্ট মুন্নি যেন হঠাৎ করেই বড় হয়ে গেছে । লম্বা চুল, আচরণে স্নিগ্ধতা, একটা শান্ত ধীর স্থির ভাব...কিশোরী হর্ষালি আজ আর ছোটোটি নেই । সে দিওয়ালি সেলিব্রেট করছে চমৎকার রঙ্গোলি সাজিয়ে । আর তার সেই ছবি সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল ।