মুম্বই : ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে রয়েছে ট্রাক্টর । সেখানে চালকের আসনে বসে রয়েছেন স্বয়ং সলমান খান । ট্রাক্টর চালিয়ে জমিতে চাষ করতে দেখা গেল তাঁকে । কখনও ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে কাদা জলের মধ্যে পা ডুবিয়ে ক্ষেতে হাঁটতেও দেখা গিয়েছে ভাইজানকে । সম্প্রতি এই ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেন সলমান নিজেই । ছবির ক্যাপশনে লেখেন, "চাষ করা"।
কোরোনা পরিস্থিতির মধ্যে নিজের পানভেল ফার্মহাউজ়ে রয়েছেন সলমান । লকডাউন জারি হওয়ার আগেই পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে সেখানে চলে যান তিনি । এখনও সেখানেই রয়েছেন । মাঝে মধ্যেই চাষ করতে দেখা যাচ্ছে তাঁকে । কয়েকদিন আগে আরও একটি পোস্ট করেন । সেখানে গায়ে কাদা মেখে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে । তার ক্যাপশনে লেখেন, "সব কৃষকদের আমার শ্রদ্ধা..."।