পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ইদে আসছে সলমনের সারপ্রাইজ়... - সলমন খানের খবর

ইদে সিনেমা মুক্তি পেল না তো কী হয়েছে ? সারপ্রাইজ় অবশ্যই দেবেন সলমন । মুক্তি পাবে তাঁর স্পেশাল মিউজ়িক ভিডিয়ো ।

salman khan music video
salman khan music video

By

Published : May 24, 2020, 5:42 PM IST

মুম্বই : 2020-র ইদে মুক্তি পাওয়ার কথা ছিল সলমন খানের 'রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই' । কোরোনার কারণে সেই পরিকল্পনা স্থগিত রাখতে হয়েছে । তবে দর্শকের মনোরঞ্জন করতে সলমনের আয়োজনে অভাব নেই । ইদেই মুক্তি পাবে তাঁর স্পেশাল মিউজ়িক ভিডিয়ো ।

প্রতি বছর ইদের সময় মুক্তি পায় সলমন খানের কোনও না কোনও সিনেমা । এত দিন ধরে তাঁর 'ওয়ান্টেড', 'দাবাং', 'বজরঙ্গী ভাইজান'-এর মতো ব্লকবাস্টার ছবি ইদেই মুক্তি পেয়েছে । এবারও 'রাধে...' মুক্তি পাওয়ার কথা ছিল ওই সময়েই । সে আর হল কই ?

তবে সলমন চুপ করে বসে থাকার মানুষ নন । আগামী সোমবার মুক্তি পাচ্ছে তাঁর মিউজ়িক ভিডিয়ো । সেই ভিডিয়োর মাধ্যমেই সকলের মনোরঞ্জন করবেন তিনি । তবে এটাই প্রথমবার নয়, লকডাউনের মধ্যে মুক্তি পেয়েছে ভাইজানের আরও দুই মিউজ়িক ভিডিয়ো, যেই গান সলমনেরই গাওয়া, 'পেয়ার করোনা' আর 'তেরে বিনা' ।

'রাধে..'-তে সলমনের সঙ্গে রয়েছেন দিশা পাটানি, জ্য়াকি শ্রফ ও রণদীপ হুডার মতো তারকারা । ছবির ক্লাইম্যাক্স শুটের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভাইজান । লকডাউন উঠলেই ছবির কাজ শেষ করতে চান তিনি ।

IANS সূত্রে জানা যাচ্ছে এই খবর ।

ABOUT THE AUTHOR

...view details