মুম্বই : চলতি বছরের ইদেই মুক্তি পাওয়ার কথা সলমান খানের 'রাধে'। শুটিং শেষ হলেও বাকি রয়েছে এডিটিং সহ পোস্ট প্রোডাকশনের একাধিক কাজ । তবে কোরোনা আতঙ্কের জেরে আপাতত সেগুলি বন্ধ রাখা হয়েছে । কিন্তু, কোরোনা সংক্রমণ কমে যাওয়ার পর ওই কাজগুলি শুরু করলে পিছিয়ে যেতে পারে ছবি মুক্তির তারিখ । তা মানতে নারাজ সলমান । তাই বাড়ি থেকেই সেই কাজগুলি করার পরিকল্পনা করেছেন তিনি ।
'রাধে' পরিচালনা করেছেন প্রভুদেবা । যৌথভাবে ছবিটি প্রযোজনা করেন সোহেল খান, অতুল অগ্নিহোত্রি ও সলমান । ছবিতে সলমানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে দিশা পাটানি, জ্যাকি শ্রফ, রণদীপ হুডা ও নামদেবকে ।
নভেম্বর থেকে শুরু হয় 'রাধে'-র শুটিং । তার মাঝে হঠাৎই ডিসেম্বর থেকে হঠাৎই কোরোনা ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়তে শুরু করে চিনে । তারপর ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন জায়গাতেই প্রভাব বিস্তার করে এই ভাইরাস । ফেব্রুয়ারি মাসের শেষ থেকে ভারতেও ছড়িয়ে পড়তে শুরু করে কোরোনা । মার্চের শুরু দিকে পরিস্থিতি খুবই খারাপ হয়ে যায় । তাই কোরোনা সংক্রমণ মোকাবিলায় 31 মার্চ পর্যন্ত বলিউডের সব ধরনের শুটিং বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় । তারপরই বন্ধ হয়ে যায় শুটিং । বিভিন্ন রাজ্যে বন্ধ করে দেওয়া হ তার মাঝেই তড়িঘড়ি 'রাধে'-র শুটিং শেষ করা হয় । পিছিয়ে যায় একাধিক ছবি মুক্তির তারিখও ।
শুটিং ও সিনেমার প্রচার না থাকায় আপাতত বাড়িতে এই কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । ছুটি কাটানো তো দূর । জিম ও পার্লারেও যেতে পারছেন না তাঁরা । আর এই পরিস্থিতির মধ্যে আপাতত গৃহবন্দী তাঁরা । ব্যতিক্রম নন সলমানও । তবে ঘরের মধ্যে শুধু বসে না থেকে ছবির এডিটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি । আর সেই মতো তাঁর বাড়ির মধ্যেই সেট তৈরি করে এডিটিং করা হবে বলে জানা গিয়েছে । কারণ এই সময় এডিটিংয়ের কাজ এগিয়ে থাকলে মুক্তির তারিখ পিছিয়ে নিয়ে যাওয়ার কোনও প্রয়োজন হবে না । ইদের সময় পরিস্থিতি ভালো হলে তখনই মুক্তি পাবে ছবিটি ।
তবে এডিটিং ছাড়াও ঘরে বসে ছবি আঁকছেন সলমান । সম্প্রতি ইনস্টাগ্রামে ছবি আঁকার একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি । যেখানে পোট্রেট আঁকতে দেখা গিয়েছে তাঁকে ।