মুম্বই : কোরোনার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন ক্যাম্পেন #Unite2FightCorona । এই ক্যাম্পেনের মাধ্যমে কোরোনা থেকে বাঁচার তিন মন্ত্র দিয়েছেন মোদি । দেশব্যাপী চালু হওয়া এই ক্যাম্পেনকে সমর্থন করলেন সলমন খান ।
সলমন নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, "ভাই-বোন আর বন্ধুরা...এই কঠিন সময়ে তিনটে জিনিস অবশ্য়ই মেনে চলবেন । 6 ফিটের দূরত্ব বজায় রাখুন, মাস্ক পরুন, আর সাবান-স্যানিটাইজ়ার দিয়ে হাত পরিষ্কার করুন ।"