মুম্বই : জন্মদিনের আগেই উপহার দিলেন সলমন খান । মুক্তি পেল তাঁর পরবর্তী ছবি 'অন্তিম'-এর ফার্স্টলুক টিজ়ার । পাগড়ি বেঁধে খুব হাতাহাতি করলেন তিনি ভগ্নীপতি আয়ুষ শর্মার সঙ্গে ।
ভিডিয়োটি শেয়ার করার কয়েক মুহুর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায় । ক্যাপশনে সলমন লিখেছেন, "অন্তিম-এর সূচনা" ।