পানাজি : তারকাদের জীবন সহজ হয় না । তাঁরা যেখানেই যান, সেখানেই তাঁদের ঘিরে ধরে ফ্যানেরা । মাথা ঠান্ডা করে পরিস্থিতি সামলাতে হয় তারকাদের । তবে মেজাজ হারালেন সলমন খান । রাগের মাথায় মোবাইল কেড়ে নিলেন এক ফ্যানের । ভাইরাল হল সেই ভিডিয়ো ।
ঘটনাটা গোয়া এয়ারপোর্টের । এয়ারপোর্ট থেকে বেরোচ্ছিলেন সলমন । সলমনের সঙ্গে সেই ফ্যান এগিয়ে আসছিলেন সেলফি তোলার জন্য । আর তখনই মেজাজ হারিয়ে ফোন কেড়ে নেন অভিনেতা ।