পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'রাধে' রূপে আবির্ভূত সলমন, জানালেন মুক্তির তারিখ - সলমন খানের খবর

মুক্তি পেল 'রাধে'-র নতুন পোস্টার । মুক্তির তারিখও জানালেন সলমন খান ।

Salman Khan radhe poster
Salman Khan radhe poster

By

Published : Mar 13, 2021, 2:00 PM IST

মুম্বই, 13 মার্চ : ইদ মানেই সিনেমাহলে সলমন খানের ছবি । দিওয়ালি যদি শাহরুখ খানের হয় এবং ক্রিসমাস যদি আমির খানের হয়, তাহলে ইদ পুরোপুরি সলমনের । 2020 সালটা অন্যরকম ছিল ঠিকই । তবে 2021 সালের ইদে ফের ফিরছেন ভাইজান ।

আগামী 13 মে মুক্তি পাচ্ছে সলমনের 'রাধে' । মুক্তির তারিখ নিশ্চিত করে দিলেন অভিনেতা নিজেই । সঙ্গে দিলেন একটা ব্র্যান্ড নিউ ছবি । অ্যাকশন ফিল্মের চেনা ছন্দেই দেখা গেল সলমনকে ।

ক্যাপশনে তিনি লিখেছেন, 'ইদের কমিটমেন্ট ছিল, ইদেই আসব । কারণ একবার যদি আমি...'

সলমনের সেই বিখ্যাত সংলাপ অসম্পূর্ণই থেকে গেল ক্যাপশনে । আপনাদের মনে আছে নিশ্চয়ই - 'একবার যদি আমি কমিটমেন্ট করে দিই, তাহলে আমি নিজের কথাও শুনি না ।' প্রতিশ্রুতি মতো ইদেই মুক্তি পাবে 'রাধে' । দর্শকের উৎসাহ আর ধরছে না ।

লকডাউনের পর সিনেমাহলে মানুষের দেখা পাওয়া যাচ্ছে না তেমন । সলমনের এই ছবি হয়তো অনেক সমীকরণ বদলে দেবে, আশায় হলমালিকরা ।

ABOUT THE AUTHOR

...view details