মুম্বই : আজ ভক্তদের সঙ্গে 'দাবাং ৩'-র মোশন পোস্টার শেয়ার করলেন সলমন খান ।
ভিডিয়োতে কালো শার্টি, ডেনিম প্যান্ট ও ব্রাউন লেদার জুতো পরে দেখা গেল সলমনকে । ভাইজান পুরোনো চুলবুল পান্ডের টাচ ও ইন্টেন্স লুকে নজরে এলেন পোস্টারে ।
পোস্টারে 'দাবাং ৩' সিরিজ়ের জনপ্রিয় ডায়ালগ "স্বাগত নেহি করোগে হামারা ?"-কে একটু ঘুরিয়ে বললেন সলমন । তিনি বলেন, "স্বাগত তো করোগে হামারা ।"
পোস্টারটি শেয়ারের সঙ্গে সলমন লেখেন, "আসছে ! চুলবুল রবিনহুড পান্ডে ঠিক 100 দিন পরে । স্বাগত তো করোগে হামারা !"
2010 সালে 'দাবাং'-এ অভিনয় করে বলিউডে ডেবিউ করেছিলেন অভিনেত্রী সোনাক্ষি সিনহা । তিনি এই ছবিতে চুলবুল পান্ডের স্ত্রী রাজ্জোর চরিত্রে রয়েছেন ।
সলমন আরবাজ় খান ও প্রভু দেবার সঙ্গে 1 এপ্রিল থেকে মধ্যপ্রদেশের মাহেশ্বরে শুট শুরু করেছিলেন । 'দাবাং ৩'-র পরিচালনা করছেন প্রভু দেবা । 2009-তে 'ওয়ান্টেড' ছবিতে প্রভু দেবার সঙ্গে প্রথম কাজ করেছিলেন সলমন ।
রিপোর্ট অনুযায়ী, ছবিতে আরও একবার মাক্ষির চরিত্রে দেখা যাবে আরবাজ়কে । ছবিটির প্রযোজনা করছে সলমন খান ফিল্মস্ ও আরবাজ় খান প্রোডাকশন । এবছর 20 ডিসেম্বর মুক্তি পাবে 'দাবাং ৩' ।