মুম্বই : লকডাউনের সময় থেকেই পানভেল ফার্মহাউজ়ে রয়েছেন সলমান খান । সেখানে প্রকৃতির কোলেই সময় কাটাতে দেখা গিয়েছে তাঁকে । কখনও ঘোড়ার সঙ্গে ব্রেকফাস্ট করছেন, আবার কখনও গায়ে কাদা মেখে ধানের চারা পুঁতছেন । এভাবেই সময় কাটাচ্ছিলেন তিনি । সম্প্রতি প্রকাশ্যে এসেছে 'বিগ বস'-এর পরবর্তী সিজ়নের প্রোমো । সেখানেও প্রকৃতির মাঝেই থাকতে দেখা গেল তাঁকে ।
লকডাউনের মধ্যে ফার্মহাউজ়ে বসেও নিজের কাজ করে গিয়েছেন সলমান । সেখান থেকেই তৈরি করেছেন তিনটি মিউজ়িক ভিডিয়ো । একটিতে সলমানের সঙ্গে দেখা গিয়েছিল জ্যাকলিন ফার্নান্ডেজ়কে । এমনকী শোনা গিয়েছে, সেখান থেকেই ‘রাধে : ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবির প্রস্তুতি নিচ্ছিলেন সলমান । তার মাঝে আবার ‘বিগ বস’-এর নতুন সিজ়নের শুটিংও সারেন তিনি ।