পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ফার্মহাউজ় থেকেই 'বিগ বস'-এর প্রোমো শুট সলমানের - Salman Khan shoot

প্রকাশ্যে এসেছে 'বিগ বস'-এর পরবর্তী সিজ়নের প্রোমো । সেখানে একটু অন্য লুকে দেখা গেল সলমানকে ।

োে্
োে্

By

Published : Aug 9, 2020, 11:39 PM IST

মুম্বই : লকডাউনের সময় থেকেই পানভেল ফার্মহাউজ়ে রয়েছেন সলমান খান । সেখানে প্রকৃতির কোলেই সময় কাটাতে দেখা গিয়েছে তাঁকে । কখনও ঘোড়ার সঙ্গে ব্রেকফাস্ট করছেন, আবার কখনও গায়ে কাদা মেখে ধানের চারা পুঁতছেন । এভাবেই সময় কাটাচ্ছিলেন তিনি । সম্প্রতি প্রকাশ্যে এসেছে 'বিগ বস'-এর পরবর্তী সিজ়নের প্রোমো । সেখানেও প্রকৃতির মাঝেই থাকতে দেখা গেল তাঁকে ।

লকডাউনের মধ্যে ফার্মহাউজ়ে বসেও নিজের কাজ করে গিয়েছেন সলমান । সেখান থেকেই তৈরি করেছেন তিনটি মিউজ়িক ভিডিয়ো । একটিতে সলমানের সঙ্গে দেখা গিয়েছিল জ্যাকলিন ফার্নান্ডেজ়কে । এমনকী শোনা গিয়েছে, সেখান থেকেই ‘রাধে : ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবির প্রস্তুতি নিচ্ছিলেন সলমান । তার মাঝে আবার ‘বিগ বস’-এর নতুন সিজ়নের শুটিংও সারেন তিনি ।

প্রোমোর ভিডিয়োতে সলমান বলেন, "স্বাভাবিক জীবনের ছন্দটাকে থামিয়ে দিয়েছে লকডাউন । আর সেই কারণেই এখন ধানের চারা পুঁতছি ও ট্র্যাক্টর চালাচ্ছি । কিন্তু, এবার দৃশ্য বদলে যাবে ।"

এদিকে ভিডিয়োর শুরুতে ভাইজানকে মাটি কোপাতে, গাছের চারা পুঁততে ও ট্র্যাক্টর চালাতে দেখা গিয়েছে । যেখানে তাঁর পরনে রয়েছে শর্টস ও ক্যাজ়ুয়াল টি শার্ট । ভিডিয়োর শেষে অবশ্যে ক্লিন শেভে, 'বিগ বস'-এর চিরাচরিত পোশাকে দেখা যায় তাঁকে ।

শোনা যাচ্ছে, সেপ্টেম্বর থেকে শুরু হবে পরবর্তী সিজ়নের শুটিং । যদিও নির্মাতাদের তরফে এখনও সে বিষয়ে কিছু জানানো হয়নি ।

ABOUT THE AUTHOR

...view details