মুম্বই : এই অক্টোবরেই শুটিং শুরু হওয়ার কথা ছিল সলমন খানের । কথামতোই শুটিং শুরু করলেন তিনি । 'রাধে' অবতারে দেখা গেল তাঁকে ।
শুটিং ফ্লোর থেকে একটি ছবি সলমন নিজেই শেয়ার করেছেন । কালো জ্যাকেট, কালো জিন্স, পিছনে ঝুলতে থাকা চেন, একেবারে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই দেখা গেল অভিনেতাকে ।
চারিদিক থেকে উড়ে আসা ধোঁয়া, বাইকের ছড়াছড়ি, তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন সলমন । পুরো মশলাদার ফিল্মের সেই বহুপুরোনো মিশেল । তবে সলমনের ছবি তো মানুষ এই কারণেই দেখেন । কিছু ঘণ্টার জন্য পুরোদস্তুর এন্টারটেইনমেন্ট ।