মুম্বই : এই কোরোনা পরিস্থিতিতে যত রকম ভাবে সাহায্য করা যায়, করে দেখিয়েছেন সলমন খান । কখনও ত্রাণ দিয়ে, কখনও খাবর দিয়ে তো কখনও আর্থিক সাহায্য করে তিনি দুস্থদের পাশে দাঁড়িয়েছেন । সোশাল মিডিয়ার মাধ্যম তাঁর সতর্কতা জারির প্রয়াসও অব্যাহত ।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন সলমন । মুখে মাস্ক এঁটে সাইকেল চালাচ্ছেন তিনি । ক্যাপশনে লেখা, "সাবধানে থাকুন" । একইসঙ্গে শরীরচর্চা এবং মাস্ক পরার প্রয়োজনীয়তা বুঝিয়ে দিলেন ভাইজান ।