মুম্বই : প্রত্যেক বছর 27 ডিসেম্বর তারিখটার দিকে তাকিয়ে থাকে সলমন খানের অসংখ্য অনুরাগীরা । সেদিনই অভিনেতার জন্মদিন । প্রতিবছর সলমন ধুমধাম করে পালন করেন নিজের জন্মদিন । আর সঙ্গে থাকেন তাঁর অনুরাগী ও সংমাদমাধ্যমের বন্ধুরাও । তবে এই বছর এসব কিছুই হচ্ছে না ।
শোনা যাচ্ছে, কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সলমন নিজের জন্মদিন পালন করবেন না । পানভেলের ফার্মহাউজ়েও যাবেন না তিনি এই বছর । প্রতিবার এই ফার্মহাউজ়েই পালিত হত তাঁর জন্মদিন । তবে এই বছরে সেসব কিছুই চাইছেন না তিনি । কোনওরকম জনসমাগম হোক, তা একদম না পসন্দ ভাইজানের ।