মুম্বই : 3 অক্টোবর 'বিগ বস'-এর সিজ়ন 14 নিয়ে টেলিভিশনের পরদায় আসছেন সলমন খান । নাটক, থ্রিল আর কখনও কখনও রোম্যান্সে ভরা এই শো অনেকে পছন্দ করেন, অনেকে আবার চ্যানেল ঘুরিয়ে দিতে বাধ্য হন । তবে সলমনের দাবি যে, 2020-র যাবতীয় সমস্যার সমাধান নিয়ে আসছে সিজ়ন 14 ।
মুক্তি পেয়েছে 'বিগ বস' সিজ়ন 14-র প্রোমো । কালার্স টিভি-র অফিশিয়াল পেজ থেকে শেয়ার করা হয়েছে প্রোমোটি । ক্যাপশনে লেখা,"2020-র প্রতিটি সমস্যাকে ধুলোয় মিশিয়ে দিতে আসছে বিগ বস 14 । 3 অক্টোবর, শনিবার রাত 9 টায় কালার্সের পরদায় চোখ রাখুন ।"